ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিলেটের এক লিভারের সেই দুই শিশু বেঁচে নেই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটের এক লিভারের সেই দুই শিশু বেঁচে নেই

সিলেট ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে জন্ম নেয়া পেটে জোড়া লাগানো জমজ কন্যা শিশু হান্নানা ও রুহামা মারা গেছে।

সোমবার দুপুরে জানাযা শেষে গ্রামের বাড়ির কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

শিশু দু’টির মামা নজরুল ইসলাম জানান, ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শক্রমে গত ২ ফেব্রুয়ারি তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে এনআইসিউতে রেখে তাদেরকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করার প্রক্রিয়াও চলমান ছিল।

চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির খাবার ঠিকমত হচ্ছিলো না। এতে তারা দিন দিন দুর্বল হয়ে পড়েছিলো। রোববার সকালে এনআইসিউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে বেলা সাড়ে ৩টার দিকে তারা দু’জনই মারা যায়।

গত ২৫ জানুয়ারি ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে জোড়া কন্যা শিশুর জন্ম দেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর গ্রামের হাফেজ মামুনুর রশিদের স্ত্রী ফাতেমা বেগম। তবে ওই দুই নবজাতকের সব অঙ্গপ্রত্যঙ্গ আলাদা ও কার্যকর থাকলেও একটি লিভার ছিল।


সিলেট/নোমান/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়