ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ছমির উদ্দিনকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু’বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার এ রায় দেন।

ছমির উদ্দিনের বাড়ি জেলার পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও পশ্চিমপাড়ায়। তার বাবার নাম ইজ্জত আলী।

মামলার বিবরণে জানা যায়, সৈয়দগাঁও গ্রামের নূরুল ইসলামের মেয়ে মর্জিনা আক্তারের সঙ্গে বিয়ে হয় ছমির উদ্দিনের। বিয়ের পাঁচ বছর পর মর্জিনা আক্তার লেবানন যান। তিনি বিদেশ থেকে টাকা-পয়সা স্বামীর কাছে পাঠাতেন। কিন্তু স্বামী ছমির উদ্দিন ওই টাকা নষ্ট করে ফেলায় তার স্ত্রী টাকা পাঠানো বন্ধ করে দেন। এসব নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। ২০১৭ সালের ১২ জুলাই স্ত্রী বিদেশ থেকে ছুটিতে বাড়িতে আসেন। টাকা-পয়সা নিয়ে স্ত্রীর সঙ্গে ছমিরের ঝগড়া হয়। ১৪ জুলাই স্ত্রীকে ছুরিকাঘাত করেন ছমির। গুরুতর আহত অবস্থায় মর্জিনাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে ঘটনার দিনই ছমিরকে আসামি করে মামলা করেন।


রুমন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়