ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে আপোষহীন ভূমিকা রাখতে হবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে আপোষহীন ভূমিকা রাখতে হবে’

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে আপোষহীন ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, ‘সর্বস্তরে দুর্নীতির অবসান, বৈষম্যের অবসান ও জঙ্গিবাদের বিপদ মোকাবেলায় কোনো ছাড় দেওয়া যাবে না। সুশাসনের পাটাতনের উপরে দাঁড়িয়ে জাতিকে আরেক ধাপ উপরে তোলা সম্ভব।’

বুধবার রংপুর জেলা জাসদের সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘অসৎ কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী সিন্ডিকেটকে ত্রিমুখী অভিযান দিয়ে ধ্বংস করতে হবে। বিগত ১০ বছর ছিল জঙ্গি ও আগুন সন্ত্রাস দমন করার যুদ্ধ। দেশ ২০১৯ সালের জানুয়ারি থেকে একটি নতুন রাজনৈতিক পর্বে প্রবেশ করেছে। এই পর্বে জাতিকে এক ধাপ এগিয়ে নেয়াসহ জাতীয় পুনঃজাগরণ করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জাসদের উপদেষ্টা ডা. একরামুল হক স্বপন, জেলা জাসদ সভাপতি সাখাওয়াত রাঙ্গা, সাধারণ সম্পাদক কুমারেশ রায়সহ আরো অনেকে। 



রংপুর/নজরুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়