ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কথা ড. কামালের মুখে মানায় না’

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কথা ড. কামালের মুখে মানায় না’

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ড. কামাল হোসেন বলেন, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। নির্বাচন সঠিক হয় নাই-এ কথা তার মুখে মানায় না।

মন্ত্রী বলেন, ড. কামাল দুই বার নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধুর কল্যাণে, সহযোগিতায়, আশির্বাদে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জীবনে যে কোনো নির্বাচনে জয়ী হতে পারেন নাই, তিনি বলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলে সেটা নাকি সঠিক নয়, আইন সম্মত নয়। এ কথা তার মুখে মানায় না।’

শনিবার জামালপুর জিলা স্কুল মাঠে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যারা পাকিস্তানের উচ্ছিষ্টভোগী, যারা আইএসআইয়ের টাকা খায় তারা খালেদা জিয়া ও তারেক জিয়াকে সহযোগিতা করছে। স্বাধীনতাবিরোধী সেই পাকিস্তানের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ এতে সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানসহ আরো অনেকে বক্তব‌্য রাখেন। 

জনসভা সঞ্চলনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী ।

 

সেলিম/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়