ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সোনামসজিদ বন্দরে পণ্যভর্তি ট্রাক প্রবেশ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৬, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনামসজিদ বন্দরে পণ্যভর্তি ট্রাক প্রবেশ

দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একদিন বন্ধের পর পুনরায় পণ্যভর্তি ট্রাক প্রবেশ করেছে।

সোমবার ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ না করলেও মঙ্গলবার থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করে।

পণ্যভর্তি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ না করায় আমদানির ক্ষেত্রে বিড়াম্বনা সৃষ্টি হয় বলে আমদানীকারকরা জানান।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ‌্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও কাস্টমস অফিস জানান, ভারতের মহদিপুর স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ব্যবহৃত অনলাইন সার্ভারে ত্রুটির কারণে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ সোমবার কোন পণ্য ছাড় করতে পারেননি। ফলে সোমবার ভারতীয় কোন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি।

তবে মঙ্গলবার বেলা ১১টা থেকে পুনরায় ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ অব্যাহত রয়েছে।

ভারতের মহদিপুর স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মণ্ডলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সোমবার মহদিপুর স্থলবন্দরে অনলাইন সার্ভারে ত্রুটি থাকার কথা স্বীকার করেন।  

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল উদ্দিন জানান, এখানে প্রতিদিন গড়ে ২ শতাধিক পণ্যভর্তি ট্রাক প্রবেশ করলেও অনলাইন সার্ভারে সমস্যা দেখায় সোমবারে কোন পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি। এর আগে গেল দুদিনে ২০-২৫ ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে।

একই সমস্যার কারণে গেল শনিবার ১৮টি ও রোববার ৭টি এবং মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত ১৭টি পণ্যভর্তি ট্রাক প্রবেশ করেছে।

 

মিমপা/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়