ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বরগুনায় মঞ্চস্থ হল "লাল জমিন"

রুদ্র রুহান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরগুনায় মঞ্চস্থ হল

বরগুনায় মঞ্চস্থ হয়েছে মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ "লাল জমিন"।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা জেলা পুলিশ লাইন্সে নাটকটি মঞ্চস্থ্য করে "শূন্যন" রেপির্টরি থিয়েটার।

তের ডিঙিয়ে চৌদ্দ বছরে ছুঁই ছুঁই এক কিশোরী কন্যার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও অভিজ্ঞতার আলোকে মান্নান হীরার রচনায় লাল জমিনে কিশোরীর কন্যার ভূমিকায় একক অভিনয় করেন 'শূন্যন' রেপার্টরি থিয়েটারের প্রধান নির্বাহী মোমেনা চৌধুরি।

অভিনয় শেষে মঞ্চে অনুভূতি তুলে অভিনেত্রী মোমেনা চৌধূরি। এসময় তিনি নাটকটি প্রদর্শনে সহযোগীতা করায় পুনাক ও জেলা পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও নাটকের নেপথ্য কুশীলবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে মঞ্চে অনভূতি ব্যক্ত করেন, বরগুনা -১ আসনের সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। এছাড়াও সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ একাত্তর এর সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মারুফ হোসাইন পিপিএম, পুনাক বরগুনার সভানেত্রী সৈয়দা তৌফিকা রফিক, নারী নেত্রী নাজমা বেগম প্রমুখ।

এর আগে বিকেলে গুজব প্রতিরোধে সচেতনতায় বরগুনা পৌর নাথপট্টি লেকে শূন্যন'র পরিবেশন করে "মৃত্যু মৃত্যু খেলা" পথনাটক।


বরগুনা/রুদ্র রুহান/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়