ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাদুকা পায়ে প্রভাতফেরি!

ফারুক আলম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাদুকা পায়ে প্রভাতফেরি!

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাদুকা পায়ে প্রভাতফেরি সমালোচনার ঝড় উঠেছে।

এখানে প্রভাতফেরিতে অংশ ছাত্র-শিক্ষক, প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মানুষ অংশ নেন। তবে বেশির ভাগ মানুষই জুতা পায়ে এসে শহীদ মিনারে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন। অনেক স্কুল প্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মকর্তাদের পায়ে জুতা দেখা গেছে।

তবে এরমধ্যেও ইউএনও সহ কিছু স্কুলের ছাত্র-শিক্ষার্থী নগ্নপদেই প্রভাতফেরিতে অংশ নিতে দেখা যায়।

এ ব্যাপারে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, ‘আমরা খালিপায়ে প্রভাত ফেরি করেছি। তবে বড় কমিউনিটির অনেককে জুতা খুলতে বলা হলেও তারা জুতা পড়েই করেছে।’

প্রখ্যাত কথা সাহিত্যিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক দর্শনের অধ্যাপক হাসান আজিজুল হকের সাথে বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, ‘প্রভাত ফেরি জুতা পায়ে করা যায় না। আমরা যখন গিয়েছি খালি পায়েই গিয়েছি। অবশ্যই আমরা খালি পায়ে যাবো। যে বা যারাই করুক এটা কাম্য হতে পারেনা।মঞ্চে তো নয়ই। আমি বলতে পারি, এটা কাম্য নয়।

 

লালমনিরহাট/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়