ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাই খুন

পটুয়াখালী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাই খুন

পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের আঘাতে হাবিবুর রহমান (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

এছাড়া এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সদর উপজেলার কৌঢ়াখালী গ্রামে এঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় আব্বাস শিকদার (৪২) ও তার বাবা হাশেম সিকদারকে (৬৫) আটক করেছে।

পুলিশ জানায়, শনিবার সকালে আশ্রাফ আলী সিকদারের ছেলে হাবিব মাটি কাটতে যান। তিনি যে জমিতে মাটি কাটছিলেন সেটি নিয়ে চাচাতো ভাইদের মধ‌্যে বিরোধ চলে আসছিল।

মাটি কাটার সময় চাচাতো ভাই কাওছার ও আব্বাস বাধা দেন হাবিবকে। হাবিব মাটি কাটা বন্ধ না করলে তাদের মধ‌্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ‌্যে হাতাহাতি লেগে যায়। যা পরে সংঘর্ষে রূপ নেয়। সংর্ঘষ চলাকালে আব্বাসের আঘাতে মারাত্মক জখম হন হাবিবুর রহমান। এতে ঘটনাস্থলেই মৃত‌্যু হয় তার।

সদর থানার এসআই মোহম্মদ হানিফ জানান, বিরোধীয় জমিতে মাটি কাটার ঘটনায় আপন চাচাতো ভাইদের লাঠির আঘাতে হাবিবের মৃত্যু হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় পিতা-পুত্রকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আটক দুই ব্যক্তি পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বিলাস দাস/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়