ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ট্রলির ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল

নাটোর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রলির ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল

নাটোর সদরের জংলি রেলক্রসিংয়ে পাওয়ার ট্রলির সঙ্গে ধাক্কা লেগে এক ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে।

এতে পাওয়ার ট্রলি থেকে ছিটকে পড়ে দুই আরোহী আহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে জংলি রেলক্রসিংয়ে অদূরে কৈগাড়ি কৃষ্টপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাটোরের স্টেশন মাস্টার অশোক কুমার।

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে কৈগাড়ি কৃষ্টপুরে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন অতিক্রম করার সময় এক পাওয়ার ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ট্রেনটি প্রায় ৩/৪শ গজ দূরে টেনে গিয়ে থেমে যায়। ফলে ট্রেনে যাত্রীরা আটকা পড়েন এবং এই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনায় বড়াইগ্রামের আহম্মেদপুরের জমশেদ আলীর ছেলে হৃদয়সহ (১৮) দুজন আহত হন। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্টেশন মাস্টার অশোক কুমার জানান, বর্তমানে নাটোর স্টেশনে অপেক্ষারত অপর এক ইঞ্জিন জোড়া দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুপুর ১২টার দিকে  ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

 

আরিফুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়