ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে হামলা-ভাঙচুর, মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে হামলা-ভাঙচুর, মামলা

বাজার ইজারা ইস্যুতে চাঁদা না পেয়ে লক্ষ্মীপুরের সদর উপজেলার মান্দারী বাজার বণিক সমিতি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ব্যবসায়ী সংগঠনের সভাপতি সামছুদ্দিন সাজু বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় স্থানীয়ভাবে কথিত আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন রুবেল ও তার অনুসারী চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তালেবসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মান্দারী বাজার বণিক সমিতি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। হামলা ও ভাঙচুরের প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মান্দারী বাজার বণিক সমিতির সভাপতি সামছুদ্দিন সাজু বলেন, রুবেল ও তালেব পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে হামলা চালিয়ে কম্পিউটারসহ আসবাবপত্র ভাঙচুর করেন। তারা বণিক সমিতির সংগৃহীত বাজার ইজারার দরপত্র ফর্ম ও নগদ ২ লাখ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন তিনি।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তালেব বলেন, তাদের সঙ্গে একটু বাকবিতণ্ডা হয়েছে। হামলা হয়নি। উত্তেজিত লোকজন কয়েকটি চেয়ার ভাঙচুর করেছে।

টাকা এবং ইজারার ফর্ম ছিনিয়ে নেয়ার বিষয়টি সাজানো বলে দাবি করেন তিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ফরহাদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়