ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লালমনিরহাটে ঘূর্ণিঝড়ের তাণ্ডব

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৪, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লালমনিরহাটে ঘূর্ণিঝড়ের তাণ্ডব

লালমনিরহাট জেলার আদিতমারীতে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছে অন্তত ৩৮টি বাড়ি। ঝড়ের তাণ্ডবে কোন কোন ঘর ৩০ থেকে ৪০ ফুট উঁচুতে উঠে আছড়ে পড়েছে।

আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নে শনিবার সন্ধ্যায় আঘাত হানে এ ঘূর্ণিঝড়।

সরেজমিনে দেখা যায়, ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে অনেককেই খোলা আকাশে রাত কাটাতে হয়েছে। গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোন কোন বাড়ি বাঁশ বাগানের উপরে আছড়ে পড়েছে। আবার গাছপালা ভেঙে বাড়ির ওপর পড়েছে। উপড়ে গেছে বিশাল বিশাল গাছ । কোন কোন ঘর ৩০ থেকে ৪০ ফুট উঁচুতে উঠে যাওয়ার ঘটনাও ঘটেছে। ছিড়ে গেছে বিদ্যুতের সংযোগ লাইন।
 


ঘূর্ণিঝড়ের খবর শুনেই ঘটনাস্থলে ছুটে যান আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন ও উপজেলা চেয়ারম্যান ইমরুল কায়েস।

ঘূর্ণিঝড়ের খবর পেয়ে রাত সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু জাফর।

পরে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও  ইউএনও জরুরী ত্রাণ বিতরণ করেন। ত্রাণে ছিল চিড়া,সয়াবিন তেল,মশুর ডাল ও চিনি।

জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘আপাতত একেকটি পরিবারে ১৫ দিনের খাবার দেয়া হল। এরপর পিআইও রিপোর্ট দিলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’

 

ফারুক আলম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়