ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যশোরে ৭ জন কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে ৭ জন কোয়ারেন্টাইনে

যশোরে চৌগাছা উপজেলায় একই পরিবারের ছয়জন ও মনিরামপুর উপজেলায় একজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বুধবার (১১ মার্চ) যশোরের সিভিল সার্জন শাহিন আহমেদ এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.লুতফুন নাহার জানিয়েছেন, ৭ মার্চ এক ব‌্যক্তি স্ত্রীসহ ইতালি থেকে চৌগাছায় নিজবাড়িতে আসেন। ৯ মার্চ সোমবার তিনি শ্বশুরবাড়িতে যান। তারা চলে গেলেও বাড়ির অন্য ছয় সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

অন্যদিকে, সিভিল সার্জন শাহিন আহমেদ জানিয়েছেন, দুই দিন আগে সৌদি আরব থেকে মনিরামপুরে নিজবাড়িতে ফিরেছেন এক ব‌্যক্তি। তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদিকে, করোনা-আক্রান্তদের সেবা দিতে যশোর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ১০টি কেবিন প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে জেলা টিবি হাসপাতালে ৪০ শয‌্যা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায়।

ডা. দিলিপ বলেছেন, এরপরও প্রয়োজন হলে একটি বেসরকারি হাসপাতালের পুরোটাই প্রস্তুত রাখা হবে। সেজন‌্য নোভা ক্লিনিককে বাছাই করে রাখা হয়েছে। করোনা মোকাবিলায় ২০ জন চিকিৎসক ও ৩৭ জন সেবিকা প্রস্তুত আছেন।



যশোর/রিটন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ