ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শেবাচিম হাসপাতালে আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদ গঠন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ১৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেবাচিম হাসপাতালে আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদ গঠন

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

ডা. সুদীপ কুমার হালদারকে সভাপতি ও ডা. আশিক দত্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৮ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

রোববার (১৫ মার্চ) কমিটি ঘোষণা করা হয়। হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন ও কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. অসিত ভূষণ দাস পরিষদের অনুমোদন দিয়েছেন।

১৮ সদস্যের পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মো. শাহ্ আলম ও ডা. শাহাদাৎ হোসেন জুয়েল। কোষাধ্যক্ষ হয়েছেন ডা. শিরীন সাবিহা তন্বী।

এছাড়া যুগ্ম সম্পাদক ডা. মাসুদ খান ও ডা. আরমান হোসেন; সাংগঠনিক সম্পাদক ডা. হাফিজ আহমেদ ফাইয়াজ; দপ্তর সম্পাদক ডা. দীপন কুমার দাস; প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. চিরঞ্জীব সিনহা পলাশ; শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক ডা. মানবেন্দ্র দাস; সমাজসেবা সম্পাদক ডা. মুনিরুজ্জামান মুনির এবং সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পদাক হয়েছেন ডা. লুৎফুন নাহার লনি।

পরিষদের কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছে ডা. অপূর্ব কুমার চৌধুরী, ডা. স্নিগ্ধা চক্রবর্তী, ডা. মো. আরিফ হোসেন, ডা. ফয়সাল আহমেদ ও ডা. মাজহারুল রেজোয়ান রেজা।

পরিষদের সভাপতি সুদীপ কুমার দাস জানান, এই কমিটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের স্বার্থ সংরক্ষণসহ রোগীদের কল্যাণে কাজ করে যাবে।


বরিশাল/জে. খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়