ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

পটুয়াখালী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৫, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় বরযাত্রীবাহী বাস ডাকাতির ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিলাল হোসেন।

গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার পূর্বভাগ নাসির নগর গ্রামের বাসিন্দা ছাবের আলীর পুত্র মো. সাদেক মিয়া (৩০), রাঙ্গাবালীর চরযমুনার বাসিন্দা আব্বাস মৃধার পুত্র মো. শহিদুল ওরফে সাইফুল ইসলাম (৩০) ও বরিশালের মুলাদির ছবিপুর গ্রামের বাসিন্দা শাহআলমের পুত্র মো. নুর হোসেন ওরফে নুরু।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিলাল হোসেন জানান, গত দুই মার্চ গভীর রাতে পটুয়াখালী-গলাচিপা সড়কে গাছের গুঁড়ি ফেলে বরযাত্রী বহনকারী মা-মনি নামের বাস আটকে ৫০ বরযাত্রীকে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, অভিযান চালিয়ে রোববার গভীর রাতে ঢাকা ও পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা আংশিক স্বর্ণালঙ্কার ও ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি রামদা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পুলিশের কাছে ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়াও ১৬৪ ধারায় গ্রেপ্তারদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে।


বিলাস/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ