ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা নিয়ে বরিশালে বিভাগের ভিডিও কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা নিয়ে বরিশালে বিভাগের ভিডিও কনফারেন্স

করেনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকিতে কি করণীয় এ নিয়ে ভিডিও কনফারেন্স করেছে বরিশাল বিভাগীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের সভা কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী জানান, কনফারেন্সে যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের নজরে রাখা এবং জনসমাগম বিশেষ করে বড় ধরণের জমায়েত বন্ধ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ধর্মীয় নেতাদের মাধ্যমে বুঝিয়ে ধর্মীয়রীতি পালনে বড় জমায়েত যাতে না করা হয়, সে বিষয়ে প্রশাসনের কর্তা ব্যক্তিদের বলা হয়েছে।

বরিশাল বিভাগের ছয় জেলায় জেলা প্রশাসক সহ ৪২টি উপজেলার ইউএনও, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানসহ নেতৃস্থানীয়রা এই কনফারেন্সে অংশ নেন।


বরিশাল/স্বপন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়