ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

পাথর চাপায় রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৭, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাথর চাপায় রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

বান্দরবানের রোয়াংছড়িতে অবৈধ পাথরের খোয়ারিতে পাথর চাপায় মো. জোবায়ের (৩৮) নামে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম।

নিহতের নাম মো. জোবায়ের (৩৮)। তার বাড়ি কক্সবাজারের পেকুয়ায়।

স্থানীয়দের বরাত দিয়ে জেলা প্রশাসক শফিউল আলম জানান, রোয়াংছড়ির ব্যঙছড়ি সড়কের তুলাঝিরি এলাকা থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে পাথর উত্তোলন করা হচ্ছিল। অবৈধভাবে পাহাড়ের পানির উৎসস্থল ছড়া-ঝিরি থেকে উত্তোলন করা পাথর ট্রাকে করে ব্যাঙছড়ি এলাকায় মজুদ করার সময় ট্রাকের বোঝাই করা পাথর চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

এসময় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ব্যবসায়ী এবং শ্রমিকরা হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করলে লাশ ফেলে আহত শ্রমিককে নিয়ে গা ঢাকা দেন ব্যবসায়ীরা।

ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

বাসু/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়