ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কেরুর ডিস্টিলারিতে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৫, ২৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেরুর ডিস্টিলারিতে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু

করোনাভাইরাস থেকে সতর্কতায় চাহিদা বেড়েছে হ্যান্ড স্যানিটাইজারের।

এই চাহিদা মেটাতে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের একমাত্র ডিস্টিলারি চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড।

রাত-দিন ডিস্টিলারি বিভাগের ল্যাবরেটরিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। অনুমোদন পেলেই স্বল্পমূল্যে বাজারজাত করা সম্ভব হবে বলে জানিয়েছেন তারা।

চুয়াডাঙ্গা জেলার একমাত্র ভারি শিল্পপ্রতিষ্ঠান দর্শনার কেরুজ চিনিকল। যা বাংলাদেশ কেরু অ্যান্ড কোম্পানি নামে পরিচিত। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের আওতায় এটি পরিচালিত হয়ে থাকে। এখানে প্রধানত চিনি ও গুণগত মানসম্পন্ন স্পিরিট তৈরি হয়ে থাকে।

বর্তমানে আলোচিত ভয়ঙ্কর করোনাভাইরাস থেকে বাঁচতে সচেতন হওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। বিশেষ করে হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে উত্তমরূপে হাত ধোয়া খুবই জরুরী। ফলে বাজারে এর চাহিদাও প্রচুর। তাই মানব সেবা ও সামাজিক দায়বদ্ধতা থেকে কেরুজ চিনিকল কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন এবং সুলভমূল্যে তা বাজারজাত শুরু করার উদ্যোগ গ্রহণ করেছে।

যেখানে ১শ মি.লি. বোতলের সর্বোচ্চ বিক্রয়মূল্য ধরা হয়েছে ৬০ টাকা। যা বাজারের যেকোনো স্যানিটাইজারের দামের চেয়ে অনেক কম।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বোতলজাতও শুরু করে দিয়েছি। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে এ উদ্যোগ নেয়া হয়নি।’

তিনি বলেন, ‘মানব সেবা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি মাথায় রেখেই এটি করা হয়েছে।’

জাহেদ আলী আনছারী বলেন, ‘সকল প্রস্তুতি শেষ, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের অনুমতি পেলেই কেরুজ চিনিকলের হ্যান্ড স্যানিটাইজার বাজারজাতকরণ শুরু হবে বলে আশা করছি। প্রাথমিক অবস্থায় কেরু অ্যান্ড কোং এর অনুমোদিত তিনটি বিক্রয়কেন্দ্র ও ১৩টি ডিপোর মাধ্যমে বিক্রি করা হবে এবং পর্যায়ক্রমে ফার্মেসিতে বিক্রির ব্যবস্থা করা হবে।’

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান সনৎ কুমার সাহা বলেন, ‘কেরু এন্ড কোং উৎপাদিত স্যানিটাইজারের গুণগতমান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ছাড়পত্র প্রয়োজন। আর সেটি পেলেই এই স্যানিটাইজার বাজারজাত শুরু হবে।’

কেরু অ্যান্ড কোং এর এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।


আহাদ আলী মোল্লা/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়