ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যুক্তরাজ্যফেরত বৃদ্ধার মৃত্যু করোনায় হয়নি: সিভিল সার্জন

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ২৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাজ্যফেরত বৃদ্ধার মৃত্যু করোনায় হয়নি: সিভিল সার্জন

মৌলভীবাজারে মারা যাওয়া যুক্তরাজ্যফেরত বৃদ্ধা করোনা আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন সিভিল সার্জন।

সোমবার (২৩ মার্চ) রাত ১১ টায় মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, ‘রেজিয়া বেগমের পাসপোর্ট, চিকিৎসা ডকুমেন্টস, রোগ হিস্ট্রি, মৃত্যুর দিনের আলামত সবকিছু পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে আমরা এটা নিশ্চিত হয়েছি। যে তিনি করোনা আক্রান্ত ছিলেন না।

তিনি বলেন- ‘আমরা তার পরিবারের লোকজন, প্রতিবেশিসহ সংশ্লিষ্ট এবং যাদের সাথে প্রয়োজন মনে করেছি সবার কথা বলেছি। হঠাৎ করে একটা খবরে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টাকে আমরা সিরিয়াসলি নিয়েছি। তিনি করোনা আক্রান্ত হলে বিষয়টি সত্যিই সিরিয়াস ছিলো। আমরা বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়েছি।

প্রসঙ্গত বিদেশ ফেরত অসুস্থ রেজিয়া বেগম মৃত্যুর ঘটনায় করোনা সন্দেহে সোমবার (২৩ মার্চ) মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কের ৫টি ভবন লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন।

রেজিয়া বেগমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ভাদগাঁও গ্রামে।

কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী বলেন, রোববার (২২ মার্চ) রাতে সুগার নীল হয়ে হৃদরোগে আক্রান্ত হন রেজিয়া বেগম। পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, সোমবার বাদআছর  সদর উপজেলার গিয়াসনগরে রেজিয়া বেগমকে স্বাভাবিক নিয়মে দাফন করা হয়েছে।


সাইফুল্লাহ হাসান/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ