ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে সব কাপড়ের দোকান বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৮, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে সব কাপড়ের দোকান বন্ধ

করোনাভাইরাস সংক্রমণরোধে গোপালগঞ্জে সব ধরনের কাপড়ের দোকান বন্ধ করে দিয়েছে গোপালগঞ্জ বস্ত্র ব্যবসায়ী সমিতি।

জেলা শহর ঘুরে দেখা গেছে, আজ বুধবার সকাল থেকে কোনো কাপড়ের দোকান খোলেনি। করোনাভাইরাস আতঙ্কে শহর পুরো ফাঁকা রয়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। দু-একজন ক্রেতা বাজারে আসলেও কিনতে না পেরে বাড়ি ফিরে গেছে।

ক্রেতা ভজন সাহা জানান, তারা সকলে করোনাভাইরাস আতঙ্কে রয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। শহরের সব কাপড়ের দোকান বন্ধ রয়েছে, তাই কিছুই কিনতে পারেননি।

ক্রেতা সম্পা সাহা জানান, মেয়ের জন্য কিছু জামাকাপড় কেনার দরকার ছিল। তাই আতঙ্কের মধ্যেও মার্কেটে আসতে হলো। কিন্তু সব দোকান বন্ধ রয়েছে। তাই না কিনে ফিরে যেতে হচ্ছে।

কাপড় ব্যবসায়ী নিখিল সাহা বলেন, সকলে আতঙ্কে রয়েছে। মার্কেট ও দোকান খোলা থাকলে যে কেউ আক্রান্ত হতে পারে। সেজন্য কয়েক দিন লোকসান হলেও দোকান বন্ধ রেখেছেন।

গোপালগঞ্জ বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দিনার সিকদার জানান, করোনাভাইরাস বিস্তাররোধে সরকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা অনুযায়ী আজ বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত সব কাপড়ের দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

বাদল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ