ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জনসংহতির সাবেক কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জনসংহতির সাবেক কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বারবিন্দু ঘাট গ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন পাহাড়ি সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) এমএন লারমা গ্রুপের সাবেক সদস্য দুদর্ভ চাকমা (৪৫)।

বুধবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে তাকে তার বাড়িতেই হত্যা করা হয়। এ সময় তার স্ত্রী উভচুলি চাকমা (৪০) পায়ে গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা জানিয়েছেন, রাতের খাবার শেষে বাড়িতে স্ত্রীসহ বসে টেলিভিশন দেখছিলেন দুদর্ভ চাকমা। এ সময় একদল সশস্ত্র ব্যক্তি ঘরের বাইরে থেকে দুদর্ভকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুদর্ভ। পায়ে গুলিবিদ্ধ হন তার স্ত্রী।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম মনজুরুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে।

জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের এক নেতা জানিয়েছেন, দুদর্ভ চাকমাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কয়েক মাস আগে দল থেকে বহিষ্কার করা হয়। এর পর তিনি এলাকায় গিয়ে স্বাভাবিকভাবে বসবাস করছিলেন। জেএসএসের প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

রাঙামাটি/বিজয়/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়