ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নরসিংদীতে সামাজিক দূরত্ব রাখার চিহ্ন এঁকে দিচ্ছে পুলিশ

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নরসিংদীতে সামাজিক দূরত্ব রাখার চিহ্ন এঁকে দিচ্ছে পুলিশ

নরসিংদীর বিভিন্ন হাট বাজারের দোকানগুলোতে কেনাকাটার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে সাংকেতিক চিহ্ন এঁকে দিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সদর উপজেলার মাধবদী বাজারসহ অন্যান্য বাজারগুলোর দোকানের সামনে সাংকেতিক চিহ্ন গোল বৃত্ত আকাঁ হয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশনায় কাঁচা বাজার, চিকিৎসা ও জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনা কাটা করার জন্য এসব চিহ্ন আঁকা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জেলার সবকয়টি থানা এলাকায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনা কাটা করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে।


নরসিংদী/হানিফ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়