ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পিরোজপুরে ভ্রাম্যমাণ বাজার

পিরোজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিরোজপুরে ভ্রাম্যমাণ বাজার

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় পিরোজপুরের কাউখালী উপজেলায় অনেক দোকানপাট বন্ধ রাখা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে না পেরে বিপাকে পড়েছেন মানুষজন। জনদুর্ভোগ কমাতে ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করেছে কাউখালী উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ মার্চ) কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখা সাংবাদিকদের জানান, করোনাভাইরাস প্রতিরোধে লোকজনদের ঘরের বাইরে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। প্রয়োজনীয় পণ্যসামগ্রী তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ‘স্থানীয়দের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাতে উপজেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। দুজন ব্যবসায়ীকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। এজন্য উপজেলা প্রশাসন দুটি ছোট ট্রাক ভাড়া করেছে। একটিতে মুদি পণ্য ও অন্যটিতে সবজি বিক্রি করা হচ্ছে। এ ভ্রাম্যমান বাজারে নির্ধারিত মূল্যে পণ্য পাওয়া যাচ্ছে। পণ্য বিক্রির আগে সেসব জীবানুমুক্ত করা হচ্ছে।’

তিনি জানান, একটি হটলাইন নম্বর নির্ধারণ করা হয়েছে। কেউ সে নম্বরে ফোন দিলে ভ্রাম্যমাণ বাজার চলে যায় তার বাড়ির সামনে।


পিরোজপুর/শুভ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়