ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে অভিযানে বন্ধ হলো হাট

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে অভিযানে বন্ধ হলো হাট

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন সরকারি নির্দেশ প্রতিপালনে গোপালগঞ্জ জেলা প্রশাসনকে সহযোগিতা করছে সেনাবাহিনী। গণজমায়েত এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি হাট বন্ধ করে দিয়েছেন সেনা সদস্যরা।

প্রতি শুক্রবারে গোপালগঞ্জ জেলা শহরের বড় বাজারে সাপ্তাহিক হাট হয়। এ হাটে প্রচুর দোকানপাট বসে ও অসংখ্য মানুষের সমাগম ঘটে। হাট বসার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালান সেনা সদস্যরা। তারা সেখানে গিয়ে দোকানপাট তুলে নেওয়ার নির্দেশ দেন। সেনা সদস্যদের দেখে ব্যবসায়ীরা অস্থায়ী দোকান তুলে নেন। ক্রেতারাও দ্রুত হাট ত্যাগ করেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম।


গোপালগঞ্জ/বাদল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়