ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৭ শর্ত মেনে চট্টগ্রামে হোটেল খোলা রাখা যাবে

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭ শর্ত মেনে চট্টগ্রামে হোটেল খোলা রাখা যাবে

করোনাভাইরাস সংক্রমণরোধে অফিস-ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের প্রেক্ষাপটে ৭ শর্ত মেনে চট্টগ্রাম মহানগরীতে খাবার হোটেল ও রেস্টুরেন্ট খোলা রাখা যাবে।

রেস্টুরেন্ট খোলা থাকলেও সেখানে বসে আড্ডা দেওয়া যাবে না, খাবার বিক্রি করতে হবে পার্সেল সার্ভিসে।

আজ সোমবার থেকে শর্ত সাপেক্ষে ইচ্ছুক ব্যবসায়ীদের খাবার হোটেল ও রেস্টুরেন্ট খোলা রাখার ব্যাপারে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পিআর এন্ড আইসিটি) আবু বকর সিদ্দিক রাইজিংবিডিকে জানান, নগরবাসীর সুবিধার কথা চিন্তা করে শর্তসাপেক্ষে চট্টগ্রাম মহানগরীর খাবার দোকান, বেকারি ও রেস্টুরেন্ট খোলা রাখা যাবে মর্মে সকল থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দিয়েছেন পুলিশ কমিশনার।

শর্তসমূহ হলো :

১। শুধু খাবার সংগ্রহ করে বাসায় পার্সেল করে নেওয়া যাবে। রেস্টুরেন্ট বা দোকানের ভিতর খাবার খাওয়া যাবে না

২। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্টুরেন্টে আসা-যাওয়া করতে হবে। 

৩। খাবার সংগ্রহের সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে।

৪। রেস্টুরেন্ট বা খাবার দোকানকে কেন্দ্র করে আড্ডা চলবে না। 

৫। খাবার তৈরি থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলতে হবে। 

৬। প্রত্যেক খাবারের দোকানে প্রবেশপথে হ্যান্ডওয়াশ বা সেনিটাইজেশন ব্যবস্থা রাখতে হবে। 

৭। খাবার পার্সেলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


চট্টগ্রাম/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়