ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিরাজগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরাজগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশে কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকা নিম্ন আয়ের মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা বাস, ট্রাক ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকদের হাতে জনগণকে দেওয়ার জন্য ৫ কেজি করে ১ হাজার চালের প্যাকেট দেন। পরে জাতীয় জুট মিলে গিয়ে নিজ তাতে মিলের শ্রমিকদের মাঝে চাল তুলে দেন। 

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট. কে.এম. হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুল ইসলাম সজল, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মিল্লাত মুন্না বলেন, ‘করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন। করোনার কারণে গৃহবন্দি সিরাজগঞ্জ-কামারখন্দের নিম্ন আয়ের পরিবারের মধ্যে আমার ব্যক্তিগত তহবিল থেকে ও সরকারিভাবে খাদ্যসামগ্রী বিতরণ করছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

 

সিরাজগঞ্জ/অদিত্য/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়