ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সুন্দরবনে ফারুক বাহিনীর প্রধান নিহত

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুন্দরবনে ফারুক বাহিনীর প্রধান নিহত

সুন্দরবনে বনদস্যুদের সাথে র‌্যাবের গোলাগুলিতে ফারুক মোড়ল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবককে বনদস্যু ফারুক বাহিনীর প্রধান বলে দাবি করেছে র‌্যাব। এসময় দুই র‌্যাব সদস্য আহত হন।

মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কোদাল্লার খাল এলাকায় এই গোলাগুলির হয়।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, গুলিবিদ্ধ হওয়া ফারুককে উদ্ধার করে বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও বেশকিছু গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়।

নিহত ফারুক মোড়ল খুলনার দাকোপ উপজেলার কালাবগি গ্রামের আকবর মোড়লের ছেলে।

তিনি বলেন, ‘নিহত ফারুক সম্প্রতি ৭/৮ জনকে নিয়ে নিজ নামে বাহিনী গঠন করে সুন্দরবনের চাঁদপাই এলাকায় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় শুরু করে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব তাদের ধাওয়া করে।’


টুটুল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়