ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

খাদ্যবান্ধব চাল কালো বাজারে, ডিলার আটক

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাদ্যবান্ধব চাল কালো বাজারে, ডিলার আটক

সরকারের খাদ্যবান্ধবের এক হাজার ২৭০ কেজি চাল (৪২ বস্তা) কালো বাজারে বিক্রির অভিযোগে ডিলার মুজিবর সানাকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরার আশাশুনির বড়দল বাজার থেকে তাকে আটক করা হয়।

বুধবার (১ এপ্রিল) সকালে আশাশুনি থানার (ওসি) আব্দুস সালাম তাকে আটক করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, বড়দল ইউনিয়ন ভূমি কর্মকর্তা রণজিত কুমার মন্ডল ও ইউনিয়ন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন।

এদিকে, এ ঘটনায় আটক মুজিবর সানাসহ দুই জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আটক মুজিবর সানা বড়দল গ্রামের শাহজুউদ্দীন সানার ছেলে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, সরকারের খাদ্যবান্ধব (কেজি প্রতি ১০ টাকা মূল্যের) ১,২৭০ কেজি চাল কার্ডধারী হত দরিদ্র মানুষকে না দিয়ে কালো বাজারে বিক্রি করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

বড়দল বাজরের শাহাজান আলী গাজীর দোকান থেকে ওই ৪২ বস্তা চাল উদ্ধার করা হয়। সেসময় শাহজান গাজী পালিয়ে যায়। পরে কালোবাজারে চাল বিক্রির অভিযোগে মুজিবর সানাকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটক ডিলার মুজিবর সানা ও পলাতক শাহজান গাজীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


শাহীন গোলদার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়