ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হতদরিদ্রদের চাল উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি’র ১৬ বস্তা চাল ডিলারের দোকান থেকে উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই চাল উদ্ধার করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার বইলর ইউনিয়নের ডিলারের দোকানে বিতরণের জন্য মাত্র দুই বস্তা চাল আছে- এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় ডিলারের গোডাউন থেকে ১৬ বস্তা চাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে খাদ্য বিভাগ সংশ্লিষ্ট ডিলার আবু খালেকের ডিলারশিপ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
তবে অভিযানের সময় ডিলার আবু খালেককে পাওয়া যায়নি।
ময়মনসিংহ/মিলন/বকুল
রাইজিংবিডি.কম