ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিসিকের ফুড ফান্ডে এক লাখ দিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিসিকের ফুড ফান্ডে এক লাখ দিলেন খালেদা জিয়া

করোনাভাইরাসের সংক্রমণের ফলে বর্তমান পরিস্থিতিতে কর্মহীন হতদরিদ্রদের খাদ্য সহায়তা দিতে সিলেট সিটি কর্পোরেশন মেয়রের উদ্যোগে গঠন করা হয়েছে 'ফুড ফান্ড'। এ ফান্ডের আওতায় নগরের প্রায় ৬৭ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে সিসিক।

এ ফান্ডে এক লাখ টাকা অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে তার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে এ অনুদানের টাকা হস্তান্তর করেন।

এ সময় সিসিক মেয়র আরিফ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামুলক ছুটির কারণে নিম্নআয়ের শ্রমজীবী কয়েক লাখ মানুষ খাদ্য সংকটে পড়েছেন। এ সংকটে সিলেট নগরের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকনির্দেশনা অনুসারে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার কতৃক ঘোষিত সামাজিক দূরত্ব মেনে খাদ্যসামগ্রী বিতরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সিসিকের ফুড ফান্ডে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যবসায়ী, প্রবাসীসহ সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।


আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ