ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মণিরামপুরে ৫৫৫ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ 

যশোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মণিরামপুরে ৫৫৫ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ 

যশোরের মণিরামপুরে ৫০ কেজি ওজনের ৫৫৫ বস্তা সরকারি চাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে মনিরামপুরের বিজয়রামপুর ভাই ভাই রাইস মিল থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। সেসময় ওই মিলের মালিক আব্দুল্লাহ আল মামুন এবং ট্রাক ড্রাইভার ফরিদ উদ্দীনকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মিলটিতে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, কাবিখা প্রকল্পের চাল খুলনা থেকে মণিরামপুর উপজেলা খাদ্য কর্মকর্তার গোডাউনে আনা হচ্ছিল। তবে ৫৫৫ বস্তা চাল ভর্তি ওই ট্রাকটি গোডাউনে না গিয়ে ওই মিলে যায়। অভিযোগ উঠেছে ওই মিলারের কাছে ওই চাল বিক্রি করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চালটা সরকারি, তবে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। মিলের মালিক আব্দুল্লাহ আল মামুন ও ট্রাক চালক ফরিদ উদ্দীনকে আসামি করে মামলা হয়েছে।’

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী আহসান উল্লাহ শরিফী, ওসি মণিরামপুর রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস, এম আব্দুল্লাহ বায়েজিদসহ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।


রিটন/সনি/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়