ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনাতে লোহাগড়ার সাবেক নৌ কর্মকর্তার মৃত্যু

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাতে লোহাগড়ার সাবেক নৌ কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নড়াইলের লোহাগড়ার ধলইতলা গ্রামের নৌবাহিনীর সাবেক কর্মকর্তা সৈয়দ অলিয়ার রহমান (৮৫) মারা গেছেন।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় নিউইয়ার্কের জ্যামাইকা হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি আমেরিকার ব্রুকনাই শহরে সপরিবারে বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মৃত সৈয়দ অলিয়ার রহমানের শ্যালক সিনিয়র সাংবাদিক লোহাগড়ার পুরাতন মসজিদপাড়ার এ কে এম আকরামুজ্জামান মিলু।

তিনি বলেন, অলিয়ার রহমান গত এক সপ্তাহ ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এবং গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

অলিয়ার রহমান বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা (লেফট্যানেন্ট) ছিলেন। গত দুই বছর আগে তিনি নিউইয়র্ক শহরে পরিবারের কাছে চলে যান। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। বর্তমানে পরিবারের সবাই আমেরিকায় বসবাস করছেন।

পরিবারের আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত কি-না এই প্রশ্নের জবাবে আকরামুজ্জামান মিলু জানান, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই পরিবারের সবাই আতঙ্কের মধ্যে আছেন। 

এদিকে, নৌবাহিনীর এই সাবেক কর্মকর্তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ফরহাদ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়