ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নাটোরে ৪৮ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাটোরে ৪৮ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

নাটোরের সিংড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৪৮ বস্তা চালসহ ডিলার আওয়াল হোসেন এবং অপর একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

আটক অপরজন হলেন চাউলের ক্রেতা উপজেলার সুকাশ ইউনিয়নের শারুপাড়া গ্রামের বাস্তুল্লাহর ছেলে রহমত আলী।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর নেতৃত্বে সুকাশ ইউনিয়নের শারুপাড়া গ্রামে অভিযান চালিয়ে জনাব আলীর ছেলে বাবুর ঘর থেকে মজুদ অবস্থায় ওই চাল উদ্ধার করা হয়।

আটক ডিলার আওয়াল হোসেন স্বপন সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই জনের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া আওয়াল হোসেন স্বপনের ডিলারশিপ বাতিল করা হয়। একই সাথে তালিকায় অনিয়মের কারণে সরকারের খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব এই কর্মসূচির আওতায় সিংড়া উপজেলার সুবিধাভোগীদের সব তালিকাও বাতিল ঘোষণা করা হয়।

 

আরিফুল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়