ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টাঙ্গাইলে ২১ বস্তা চাল উদ্ধার, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে ২১ বস্তা চাল উদ্ধার, জরিমানা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বিতরণ না করে গুদামে রেখে দেওয়া ১০ টাকা কেজি দরের ২১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার হাদিরা ইউনিয়নের ওএমএস’র ডিলার আব্দুল গণির গোডাউন থেকে চাল উদ্ধার করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে গণি পালিয়ে যান।

তবে আব্দুল গণির ছেলে সবুজ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস।

তিনি জানান, তাদের কাছে খবর আসে- ডিলার আব্দুল গণি ১০ টাকা কেজি দরের চাল বিক্রি না করে তার ভাদুরীচরের গোডাউনে মজুদ করে রেখেছেন। বিকেলে অভিযান চালিয়ে ওই গোডাউন থেকে ২১ বস্তা চাল উদ্ধার করা হয়।

এ সময় ডিলার আব্দুল গণির ছেলে সবুজকে জরিমানার সত্যতা নিশ্চিত করেন তিনি।

 

সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়