ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জয়পুরহাটে দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ১৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়পুরহাটে দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশ অমান্য করে শহরে দোকান খোলা রাখার অপরাধে সাত ব্যবসায়ীকে জরিমানা করেছেন  ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের পূর্ব বাজার, মাড়োয়াড়ি পট্টিতে এই ভ্রাম্যমাণ  আদালত পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রকিবুল হাসান।

মোহাম্মদ রকিবুল হাসান জানান, করোনাভাইরাস রোধে জয়পুরহাটে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন।

কিন্তু কতিপয় মুনাফা লোভী কাপড়, প্রসাধনী সামগ্রীর ব্যবসায়ীরা এ নিষেধাজ্ঞা  অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা করছেন। এই অপরাধে সাত ব্যবসায়ীকে ৬ হাজার পাঁচশ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

 

শামীম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়