ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সরকারি ভাতা দেওয়ার নামে প্রতারণা, প্রতারককে জরিমানা

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ১৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারি ভাতা দেওয়ার নামে প্রতারণা, প্রতারককে জরিমানা

জয়পুরহাটে সরকারি বিভিন্ন ভাতা দেওয়ার নামে অসহায় দরিদ্র মানুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আশিক হোসেন নামে এক প্রতারককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ভাদসা গুচ্ছগ্রামে অভিযান চলিয়ে আশিককে এই  জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন চন্দ্র রায়।

প্রতারক আশিক হোসেন সদর উপজেলার গুচ্ছগ্রামের আলাউদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন চন্দ্র রায় জানান, সদর উপজেলার গুচ্ছগ্রামে দাবি মতো টাকা দিলেই সরকারি ভাতা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে মানুষদের কাছ থেকে টাকা আদায় করতেন আশিক হোসেন। এভাবে তিনি গ্রামের অসহায় দরিদ্র সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।

গোপন সূত্রে এমন খবর পেয়ে গুচ্ছগ্রামে সন্ধ্যায় অভিযান চালানো হয়। এসময় টাকা ফেরতসহ প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপরাধে আশিক হোসেনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এমন প্রতারকদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

শামীম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়