ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাজশাহী সীমান্তে বিজিবি-পাচারকারী গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহী সীমান্তে বিজিবি-পাচারকারী গোলাগুলি

রাজশাহী সীমান্তে অস্ত্র পাচারকারীদের সাথে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী নগরীর তালাইমারি এলাকার বিপরীতে চর খিদিরপুরে এই গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন অস্ত্র পাচারকারী একটি দল ভারত থেকে তালাইমারী সীমান্ত দিয়ে রাজশাহীতে প্রবেশ করছে। তাই বিজিবির তালাইমারি সীমান্ত ফাঁড়ির সদস্যরা খিদিরপুর চরে অবস্থান নেয়।

পরে রাত আনুমানিক দুইটার দিকে অস্ত্রপাচারকারী দল ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবি সদস্যরা অস্ত্র পাচারকারীদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু পাচারকারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আত্মরক্ষায় বিজিবিও তখন পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে অস্ত্র পাচারকারীর দলের সদস্যরা ভারতের অভ্যন্তরে চলে যায়।

ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তুল, ২টি ম্যাগজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবির টহল দল।


তানজিমুল হক/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়