ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাড়ি বাড়ি ঘুরে বিনামূল্যে চিকিৎসাসেবা-ওষুধ দিচ্ছেন শিল্পী

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৫, ২৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাড়ি বাড়ি ঘুরে বিনামূল্যে চিকিৎসাসেবা-ওষুধ দিচ্ছেন শিল্পী

নভেল করোনাভাইরাস নিয়ে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অসহায়, দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিচ্ছেন পল্লী চিকিৎসক শিউলি আক্তার শিল্পী। 

তিনি বাড়ি বাড়ি ঘুরে চিকিৎসাসেবাসহ ঠাণ্ডা, কাশি ও জ্বরের ওষুধ বিতরণ করছেন।

গত সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু করে শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের পাঁচটি গ্রামে কয়েকশত পরিবারে নিজ উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা দিয়েছেন।

উপজেলার খাসকান্দি গ্রামের মরহুম হাজী মো. জালাল উদ্দিনের মেয়ে  শিউলি আক্তার শিল্পী এলএমএএফ ডিপ্লোমা ইন মেডিসিনের উপর ঢাকা থেকে প্রশিক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় উপজেলার চান্দেরচরে গরিব,  অসহায় মানুষকে স্বল্প ভিজিটের বিনিময়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। কয়েক দিনে তিনি ৩৫ হাজার টাকার ওষুধ বিতরণ করেছেন। তার এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

মানুষের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দিতে তাকে সহযোগিতা করছেন স্থানীয় সাংবাদিক সালাহউদ্দিন সালমান, ইউপি সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, বালুচর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলেক চান, আওয়ামী লীগ নেতা হাজী জজ মিয়াসহ স্থানীয় তরুণরা।

শিল্পী জানান, করোনার দুর্যোগ যত দিন থাকবে; ততদিন গরির মানুষের পাশে থেকে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দিয়ে যাবেন।

 

রতন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়