ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৪ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন সেতুমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ২৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন সেতুমন্ত্রী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ৪ হাজার পরিবারের মাঝে ইফতারি ও খাদ্য সামগ্রী দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে কোম্পানীগঞ্জ উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মন্ত্রীর ছোট ভাই আব্দুল কাদের মির্জা।

এ সময় উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আব্দুল কাদের মির্জা জানান, সেতুমন্ত্রীর পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, বসুরহাট পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, কাউন্সিলর সাইফুর রহমান সোহাগ।


সুজন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়