ঢাকা     শনিবার   ১১ মে ২০২৪ ||  বৈশাখ ২৮ ১৪৩১

হবিগঞ্জের হাওরে ৬৫ শতাংশ ধান কাটা সম্পন্ন

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জের হাওরে ৬৫ শতাংশ ধান কাটা সম্পন্ন

হবিগঞ্জের হাওর এলাকায় বাধাহীনভাবে ধান কাটার কাজ করতে পারছেন কৃষকরা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি হওয়ার কথা থাকলেও তা হয়নি। সকালে রোদ ছিল। বিকেলে আকাশে মেঘ রয়েছে। কৃষকরা ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ করতে পারছেন।

এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলার গভীর হাওরের ৬৫ শতাংশ ধান কাটা সমাপ্ত হয়েছে। সাধারণ এলাকার কাটা হয়েছে ২৮ শতাংশ। জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক মো. তমিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হবিগঞ্জ জেলার হাওরে ৪৬ হাজার ৩৬০ হেক্টর বোরো আবাদ হয়েছে। সব মিলিয়ে জেলায় এক লাখ ২০ হাজার ৮০০ হেক্টর আবাদ হয়েছে। আর কয়েকদিন ভাল আবহাওয়া থাকলে গভীর হাওরের ধান কাটা শেষ হবে। এখন কৃষকরা হাওরের উঁচু এলাকায়ও ব্যাপকভাবে ধান কাটতে শুরু করেছে।


মামুন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ