ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বান্দরবানে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

বান্দরবান সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ৩০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বান্দরবানে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু

বান্দরবানের সদর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারী মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বান্দরবান সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা মো. হাবিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার মধ্য রাতে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। কয়েকদিন ধরে ওই নারী শ্বাসকষ্টে ভুগছিলেন। নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। রাতে তিনি মারা যান।

ইউপি সদস্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। করনোভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন কি না তা নিশ্চত হতে নিহতের নমুনা সংগ্রহ করা হয়। এরপর তাকে দাফন করা হয় ।

এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. হাবিবুল হাসান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে স্বাস্থ্যকর্মীদের পাঠিয়েছি এবং সামাজিক দূরত্ব মেনে তার দাফন কাজ সম্পন্ন করেছি। তার আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে।’

এদিকে বান্দরবানের সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মো.  আলমগীর জানান, ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া, বান্দরবান জেলার ৭টি উপজেলা থেকে ৪২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ পর্যন্ত ২১৯ জনের নমুনার রিপোর্ট পাওয়া গেছে তার মধ্যে পাঁচজনের নমুনায় পজেটিভ পাওয়া গেছে ।

 

বাসু/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়