ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অসহায় বৃদ্ধার পাশে বিশ্বস্ত কুকুর

আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৩০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসহায় বৃদ্ধার পাশে বিশ্বস্ত কুকুর

রাস্তার ধারে পড়ে আছেন এক বৃদ্ধা। সহায়সম্বলহীন, নিঃস্ব। স্বজন বিচ্ছিন্ন। কথা বলার শক্তিটুকুও নেই। অসহায় এই বৃদ্ধা দিনের পর দিন খোলা আকাশের নিচে পড়ে আছেন। ঝড়-বৃষ্টি-রোদ সবই বয়ে চলেছে তার চলৎশক্তিহীন শরীরের উপর দিয়ে।

পাশ দিয়ে চলে যায় কতশত মানুষ। কেউ তার খোঁজ নেয় না। ফিরেও তাকায় না। মায়াও হয় না। অথচ দিন রাত তার পাশে বসে পাহারা দিয়ে চলেছে একটি কুকুর। হয়তো কখনো কুকুরটিকে তিনি খাইয়েছিলেন বা ছোটো থেকে পুষেছেন। তাই জীবন সায়াহ্নে এসে রাস্তায় পড়ে থাকলেও তাকে ছেড়ে যায়নি কুকুরটি। বিশ্বস্ততার সাথে পাহারা দিয়ে চলেছে।

কুকুরটিকে কখনো ওই বৃদ্ধার মাথার কাছে, কখনো পাশে আবার কখনো পায়ের কাছে বসে থাকতে দেখা যায়। কেনো সে এভাবে ওই বৃদ্ধাকে আগলে রেখেছে তা অজানা।

নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রাস্তার ধারে পড়ে ছিলেন ওই বৃদ্ধা। দেশের এই করোনা পরিস্থিতির মধ্যে ওই এলাকার অনেকেই সামাজিক দূরত্ব না মেনে, নিয়মের তোয়াক্কা না করে বাজার করতে বা আড্ডা দিতে বের হচ্ছেন। অথচ অসহায় এই বৃদ্ধার দিকে তাকানোর মতো কেউ নেই।

বৃদ্ধার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন এ প্রতিবেদক। তার বিষয়ে জানতে চাইলে কোনো কথাই বলতে পারেননি তিনি। নাম, পরিচয় বা বাড়ির ঠিকানা কিছুই জানা সম্ভব হয়নি। দেখে বোঝাই যাচ্ছিল অত‌্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। কথা বলার মতো শক্তিটুকুও আর নেই।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন দেওয়ানকে জানালে তিনি বলেন, ‘এর আগে কখনও ওই বৃদ্ধার ব্যাপারে কিছু শুনিনি।’

পরে বিষয়টি নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজকে জানানো হয়। তিনি তৎক্ষণাৎ নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধাকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

 

নাটোর/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়