ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

চালের সঙ্গে সবজিও দিলেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৫ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চালের সঙ্গে সবজিও দিলেন চেয়ারম্যান

করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন মানুষের জন্য সাড়ে পাঁচ টন চাল আর সাড়ে ২৩ হাজার টাকা বরাদ্দ পেয়েছিলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি)।

মঙ্গলবার (৫ মে) দুপুরে এই বরাদ্দ ইউনিয়নের ৫৪৪ জন অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান আক্তার চালের পাশাপাশি মানুষের হাতে সবজিও তুলে দিয়েছেন। সবজির মধ্যে ছিলো আলু, বাঁধাকপি ও মিষ্টিকুমড়া। প্রত্যেককে দেয়া হয়েছে ১০ কেজি চাল এবং ৪২ টাকার সবজি। চালের সঙ্গে সবজি পেয়ে খুশি দেওপাড়া ইউনিয়নের বাসিন্দারা।

চেয়ারম্যান আখতারুজ্জামান জানান, সরকারি যে টাকা বরাদ্দ পাওয়া গেছে তা দিয়েই সবজি কেনা হয়েছে। চালের সঙ্গে এগুলো দেয়া হয়েছে। বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার খাবারের ব্যবস্থা করছেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান, ইউপি সদস্য সৈয়দ আলী, সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য রওশন আরা বেগম, ফাতেমা বেগম, কস্তান্তিনা হাঁসদা, দুখু সরেনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


রাজশাহী/তানজিমুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়