ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আক্রান্ত হওয়ার তথ্য জেনে করোনা রোগীর পলায়ন!

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ৭ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আক্রান্ত হওয়ার তথ্য জেনে করোনা রোগীর পলায়ন!

টাঙ্গাইলের মির্জাপুরে করোনা আক্রান্তের খবর পেয়েই গা ঢাকা দিয়েছেন এক রাজমিস্ত্রী (২৫)।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

ডা. মাকসুদা খানম বলেন, ‘আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মী ও এক রাজমিস্ত্রিকে করোনায় আক্রান্তের বিষয়টি সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়। আক্রান্ত রাজমিস্ত্রি লালমনিরহাট জেলার বাসিন্দা। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামে ভাড়া বাড়িতে থাকেন। পরে লকডাউন করার জন্য রাজমিস্ত্রির ভাড়া বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি।’

তিনি জানান, বৃহস্পতিবার সকালে আক্রান্ত ঐ রাজমিস্ত্রি কাজ করতে জেলার দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় যান। আক্রান্তের তথ্য প্রকাশের পর থেকেই তার ফোন বন্ধ এবং তিনি কর্মস্থল থেকে পলাতক রয়েছেন।

ইতোমধ্যে পলাতক ব্যক্তির সন্ধানে কাজ করে চলেছেন উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা প্রশাসন। পলাতক ব্যক্তির ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তবে ফোন ট্র্যাকিং করে তিনি কোন স্থানে অবস্থান করছেন সেটা নির্ণয়ের চেষ্টা চলছে।

অপরদিকে আক্রান্ত পরিচ্ছন্নকর্মীকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তার সংস্পর্শ থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টার লকডাউন করা হয়েছে।

প্রসঙ্গত, এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো সাতজনে।

 

শাহরিয়ার সিফাত/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়