ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জয়পুরহাটে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত একজনের মৃত্যু

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩১, ৮ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়পুরহাটে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত একজনের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত মছির উদ্দিন (৬০ ) নামে এক গার্মেন্টস কর্মী মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে তিনি মারা যান। তার মৃত্যু পর সেচ্ছাসেবীরা তার নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন করেন।

জয়পুরহাট সিভিল সার্জন অফিসের কর্মকর্তা শ্যামল কুমার মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

মছির উদ্দিন উপজেলার রাই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান জানান, মছির উদ্দিন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করতেন। তিনি গত মঙ্গলবার জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে সস্ত্রীক নিজ গ্রামে আসেন। কিন্তু গ্রামবাসীদের বাধার মুখে তিনি গ্রামে ঢুকতে পারেননি।

পরে ইউনিয়নের বড় পুকরা গ্রামে তার শ্বশুরবাড়িতে গেলে সেখানেও গ্রামবাসীরা মছির উদ্দিনসহ তার পরিবারকে গ্রাম থেকে বের করে দেন। এরপর চেয়ারম্যানের মধ্যস্থতায় মছির উদ্দিন ও তার স্ত্রী রাইগ্রাম স্কুল ঘরে আশ্রয় নেন। সেখানে বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মারা যান।

স্থানীয় সেচ্ছাসেবী ফিরোজ হোসেন ফাইন বলেন, ‘খবর পেলাম নারায়ণগঞ্জ ফেরত এক গার্মেন্টস কর্মীর রাইগ্রামে মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি করোনা আতঙ্কে স্থানীয় গ্রামবাসীসহ পরিবারের কেউ লাশের পাশে ছিলনা। রাত গভীর হওয়ার কারণে আমরা ৫ জন সেচ্ছসেবী জানাজা শেষে দাফন সম্পন্ন করি।’

এ ব্যাপারে জয়পুরহাট সিভিল সার্জন ডা. সেলিম মিঞার সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে, একই অফিসের কর্মকর্তা শ্যামল কুমার মোবাইল ফোনে জানান, খবর পেয়ে সিভিল সার্জন অফিসের স্বাস্থ্যকর্মীরা মছির উদ্দিনের নমুনা সংগ্রহ করেছেন।

 

শামীম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়