ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হাত খরচের টাকা বাঁচিয়ে কর্মহীনদের পাশে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাত খরচের টাকা বাঁচিয়ে কর্মহীনদের পাশে শিক্ষার্থীরা

নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে ৪০ জন কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে পাবনার চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের একদল শিক্ষার্থী।

বাহাদুরপুর গ্রামের কিশোর-তরুণদের সমন্বয়ে গঠিত ‘বন্ধু মানব কল্যাণ সংগঠন’র ব্যানারে নিজেদের অর্থে তারা খাদ্যদ্রব্য বিতরণ করেন।

রবিবার বিকেলে সংগঠনের সদস্যরা ভ্যানে করে খাদ্য উপহার নিয়ে বাহাদুরপুর গ্রামের ৪০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন। খাদ্য উপহারের মধ্যে ছিল চাল, ডাল, আলু।

এ সময় সংগঠনের সদস্য ইয়াসিন আলী হৃদয়, নাজমুল, রমজান, রুবেল, নাহিদ, আরিফ, আলামিন, সাদ্দাম, জুবায়ের, আমিন, আতিক, শান্ত ও শাহাদত উপস্থিত ছিলেন।


শাহীন রহমান/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়