ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নোয়াখালীতে একদিনেই ২২ জনের করোনা শনাক্ত

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ১১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোয়াখালীতে একদিনেই ২২ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে একদিনেই ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮ জন। যার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে ও সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন ৩ জন ।

নতুন করে ২২ জন আক্রান্তের মধ্য দিয়ে জেলার সব কয়টি উপজেলায় করোনার রোগী শনাক্ত হলো।

সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।

তিনি জানান, গত ৭ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করা হয়। ১০ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদেরকে জেলা শহর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিলেন। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ  আসে।'

এছাড়া নোয়াখালীতে লকডাউন শিথিল হওয়ায় দিনদিন করোনা রোগী সংখ্যা বেড়ে চলছে বলেও জানান তিনি।

 

সুজন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়