ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শ্বাসকষ্টে মৃত্যু হওয়া এসআই জয়নাল করোনায় আক্রান্ত ছিলেন না

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৬, ১২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্বাসকষ্টে মৃত্যু হওয়া এসআই  জয়নাল করোনায় আক্রান্ত ছিলেন না

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন (৫৫) করোনায় আক্রান্ত ছিলেন না।

সোমবার (১১ মে) রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সটিখোলা গ্রামে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন।

শ্বাসকষ্ট, জ্বর-কাশি নিয়ে তিনি গত রোববার দুপুর সোয়া ১টার দিকে হাসপাতালে ভর্তি হন। এ সময় তাকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। একই সঙ্গে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়।

মৃত্যুর আধাঘণ্টা পর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে। অর্থাৎ তিনি করোনা আক্রান্ত ছিলেন না। রাতে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

জয়নাল আবেদীনের মৃতদেহ থেকে নমুনা নিয়ে পুনরায় করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন।


বরিশাল/স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়