ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাঙামাটিতে মন্দিরে চুরি-ভাঙচুর

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাঙামাটিতে মন্দিরে চুরি-ভাঙচুর

রাঙামাটির ফিসারী বাঁধ এলাকায় শ্রী শ্রী মগদেশ্বরী মন্দিরের দান বাক্সের টাকা চুরি ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ মে) রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে মঙ্গলবার (১২ মে) রাতে কে বা কারা এ ঘটনা ঘটায়। 

ওসি কবির হোসেন জানান, বুধবার সকালে মন্দির কমিটির একজন মন্দির পরিষ্কার করতে গিয়ে  প্রতিমাসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙ্গা অবস্থায় পান। খবর পেয়ে অন‌্যরা ক্ষোভ প্রকাশ করেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা কেউ বলতে পারছেন না।

তিনি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কান্তি দে ও সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন এই হামলার নিন্দা জানিয়েছেন। তারা ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান।



বিজয় ধর/সাজেদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়