ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাঙামাটিতে আরও ৪ নার্স করোনা আক্রান্ত

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০২, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাঙামাটিতে আরও ৪ নার্স করোনা আক্রান্ত

রাঙামাটিতে আরও ৪জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোস্তফা কামাল।

তিনি জানান, নতুন করে শনাক্ত সবাই রাঙামাটি সদর উপজেলার। তাদের করোনো পজেটিভ রিপোর্ট এসেছে।

এদিকে, জেলায় একদিনে সর্বোচ্চ ৯ জন করোনা পজেটিভ হলো। এ নিয়ে রাঙামাটিতে সর্বমোট ১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

মহামারির প্রকোপ শুরুর পর বেশকিছুদিন করোনামুক্ত ছিল পার্বত্যজেলা রাঙামাটি। কিন্তু ৬ মে এ জেলায় প্রথম ৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। এর মধ্যে ৯ মাস বয়সী এক শিশু, ১৯ বছর বয়সী এক যুবক, ৩৮ বছর বয়সী একজন নার্স ও ৫০ বছর বয়সী একজন বৃদ্ধ। গত ১২ মে সদর হাসপাতালের আরেকজন স্টাফ নার্সের করোনা পজিটিভ শনাক্ত হয়।


বিজয়/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়