ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক নিরাপত্তাকর্মী ও শৈলকুপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

করেনার উপসর্গ নিয়ে নিরাপত্তাকর্মী গত রাতে ঢাকা থেকে এসে কালীগঞ্জের  কাশিপুর গ্রামে তার শ্বশুর বাড়িতে যান। বৃহস্পতিবার (১৪ মে)ভোরে সেখানেই তার মৃত্যু হয়। তার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসসকষ্ট ছিল। উপজেলার চাপরাইল ঘোপ পাড়া গ্রামে তার বাড়ি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামিমা শিরিন জানান, ওই ব্যক্তির করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় নমুনা সংগ্রহ করে খুলনাতে পাঠানো হবে। রিপোর্ট হাতে পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, আজ সকালে শৈলকুপার কেষ্টপুর গ্রামে করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধূ মারা যান।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ-আল মামুন জানান, গত এক সপ্তাহ ধরে করোনার উপসর্গ নিয়ে ওই নারী হাসপাতালে ভর্তি ছিলেন। তার কিছুটা শারীরিক উন্নতি হলে পরিবারের লোকজন বাড়িতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ সকাল ৯টার দিকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করে খুলনাতে পাঠানো হবে।

 

ঝিনাইদহ/রাজিব/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়